
[হৃদয়স্পর্শী একটা চিঠি,না পড়লে মিস করবেন. .♥]
প্রিয় শিমু,
কেমন আছো তুমি?
এখনো কি তুমি আকাশ
দেখেই সময় কাটাও?
সেই আগের মতো!
রাতের তারা গুলোর
দিকে চেয়ে তোমার
মিষ্টি হাসি কতদিন
দেখি নি।
সেদিনের তোমার
দেখা স্বপ্ন গুলো এখন খুব
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।। যেদিন
তুমি ডেকে আমাকে বলেছিলে এসো হাত
ধরো।। সেদিন তোমার
বাড়িয়ে দেয়া হাতটা কেনো ছুঁয়ে দিলাম
না আমি!!
কেন??
যখন তুমি আমার
চোখে চোখ
রাখতে চাইতে তখন
কেনো চোখ
নামিয়ে নিতাম আমি??
এক শ্রাবণের
দিনে যখন
ব্ষ্টি নামলো, তুমি ভিজতে চাইলে ব্ষ্টিতে, কেনো গেলাম
সরে তোমার
কাছে থেকে।।
কেনো ভিজতে পারি নি তোমার
সাথে।।
তুমি তো আমার
সাথে বসেই
বাসে যেতে চেয়েছিলে!
কেন এড়িয়ে যেতাম
তোমাকে??
তুমি কি জানো??
আমি জানি না শিমু।।
একদিন মনের
ভুলে জানি না কেন
তোমার
হাতটা ধরেছিলাম।।
তারপর ............... ছেড়ে দিয়েছিলাম।
তোমার অবাক
হওয়া মুখে সেদিন
জলছবি দেখেছিলাম।।
নিঃশ ব্দে তোমার
কান্না দেখে গিয়েছিলাম
আমি কষ্টে।।
এতদিন পর এসব
মুহূর্তে কেন
ভেসে যাচ্ছি আমি।।
কত কাছে ছিলে তুমি আর
আজ কত দূরে।।
সেদিনে তোমার
জলে ভেজা ছবিগুলো চোখে ভাসে।।
ইতি
তোমার খুব পছন্দের কেউ
লিখেছেনঃ>.....Alhaj.....<
দেখেই সময় কাটাও?
সেই আগের মতো!
রাতের তারা গুলোর
দিকে চেয়ে তোমার
মিষ্টি হাসি কতদিন
দেখি নি।
সেদিনের তোমার
দেখা স্বপ্ন গুলো এখন খুব
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।। যেদিন
তুমি ডেকে আমাকে বলেছিলে এসো হাত
ধরো।। সেদিন তোমার
বাড়িয়ে দেয়া হাতটা কেনো ছুঁয়ে দিলাম
না আমি!!
কেন??
যখন তুমি আমার
চোখে চোখ
রাখতে চাইতে তখন
কেনো চোখ
নামিয়ে নিতাম আমি??
এক শ্রাবণের
দিনে যখন
ব্ষ্টি নামলো, তুমি ভিজতে চাইলে ব্ষ্টিতে, কেনো গেলাম
সরে তোমার
কাছে থেকে।।
কেনো ভিজতে পারি নি তোমার
সাথে।।
তুমি তো আমার
সাথে বসেই
বাসে যেতে চেয়েছিলে!
কেন এড়িয়ে যেতাম
তোমাকে??
তুমি কি জানো??
আমি জানি না শিমু।।
একদিন মনের
ভুলে জানি না কেন
তোমার
হাতটা ধরেছিলাম।।
তারপর ............... ছেড়ে দিয়েছিলাম।
তোমার অবাক
হওয়া মুখে সেদিন
জলছবি দেখেছিলাম।।
নিঃশ ব্দে তোমার
কান্না দেখে গিয়েছিলাম
আমি কষ্টে।।
এতদিন পর এসব
মুহূর্তে কেন
ভেসে যাচ্ছি আমি।।
কত কাছে ছিলে তুমি আর
আজ কত দূরে।।
সেদিনে তোমার
জলে ভেজা ছবিগুলো চোখে ভাসে।।
ইতি
তোমার খুব পছন্দের কেউ
লিখেছেনঃ>.....Alhaj.....<
No comments:
Post a Comment